অগ্রণী ব্যাংক লোন

অগ্রণী ব্যাংক লোন

অগ্রণী ব্যাংক লোন সম্পর্কে জানতে এই আর্টিকেলটি আপনাকে সাহায্য করবে। কেনোনা আমরা এখানে আগ্রণী ব্যাংক এর লোন সুবিধা, লোনের ধরণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। অন্যন্য ব্যাংক থেকে অগ্রণী ব্যাংকের লোন তুলনা মূলক সহজলভ্য এবং জনপ্রিয়। তাই এই সম্পর্কে জেনে রাখলে আপনার লোন নেয়ার কাজ সহজ হবে।

অগ্রণী ব্যাংক লোন যে যে খাতে দেয়া হয়ঃ

অন্যান্য ব্যাংক হতে অগ্রণী ব্যাংকের লোন পদ্ধতি বরাবরই আলাদা। সব ব্যাংকেরই কিছু পৃথক নিয়মকানুন থাকে। তেমন অগ্রণী ব্যাংকও ব্যাতিক্রম নয়। অগ্রণী ব্যাংক এর কোন কোন খাত হতে লোন নিতে পারবেন তা জেনে নিন-

১.স্বল্প মেয়াদি লোন।
২.পেনশনভোগীদের লোন।
৩.ব্যক্তিগত লোন
৪.মুক্তিযোদ্ধা লোন।
৫.প্রবাসী লোন।
৬.গ্রিন ফিন্যান্স লোন।
৭.যে কোন কাজের জন্যে লোন।

উক্ত লোন গুলো পৃথক খাতে দেয়া হয়। এসব লোন নেওয়ার রয়েছে আলাদা নিয়ম৷ তাই কিভাবে এই সকল লোন নেয়া যাবে সে সম্পর্কে এখানে আলোচনা করা হবে।

স্বল্প মেয়াদি লোনঃ

স্বল্প মেয়াদি লোন ব্যবসা ক্ষেত্রে প্রদান করা হয়। এই লোন নিতে যে সকল তথ্য সমূহ আপনার জানা প্রয়োজন তা হলো-

১. স্বল্প মেয়াদি লোন নিতে ব্যক্তির বয়স ১৮-৬০ বছরের মধ্যে হতে হবে৷
২.ছোট খাটো ব্যবসার জন্যে এই লোন দেয়া হয়।
৩.এই লোন নিতে হলে অন্তত তিন বছরের ব্যবসায়ীক অভিজ্ঞতা থাকা চাই।
৪.এই লোনে সুদের হার ৯% তবে তা পরিবর্তন যোগ্য।
৫.সর্বোচ্চ দুই বছরের মধ্যে লোন পরিশোধ করতে হবে।
৬.নিকটাত্মীয়কে গ্যারান্টি করতে হবে।
৭.এই লোন সর্বোচ্চ তিন লাখ পর্যন্ত নেয়া যায়।

পেনশন ভোগীদের লোনঃ

অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা/কর্মচারীরা এই লোন নিতে পারে। তবে তাকে অবশ্যই পেনশন পায় এমন হতে হবে।
আপনি যদি অবসর প্রাপ্ত পেনশন ভোগী চাকুরীজীবি হোন তাহলে অগ্রণী ব্যাংক এর এই লোন নিতে পারবেন।
এই লোন নিতে যা জানা দরকার-

১.এই লোন প্রাপ্তির সর্বোচ্চ বয়স সীমা ৬৫ বছর।
২.এই লোন পাঁচ বছরের পরিশোধ করতে হয়।
৩.অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি হতে হবে।
৪.সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা এই লোন নেয়া যাবে।।
৫.প্রতি মাসের লোন ফী আপনার অবসর প্রাপ্ত হওয়ার ফলে সে লাভ হয়েছে তা থেকে টাকা হতে পারে।
৬.আপনার ব্যক্তিগত তথ্যে যাকে গ্যারান্টার করবেন তা নিশ্চিত করতে হবে।

ব্যক্তিগত লোনঃ

ব্যক্তিগত প্রয়োজনে যে লোন আপনি নিতে পারেন তা অগ্রণী ব্যাংক হতে গ্রহণ করতে পারেন। এখানের লোন সুবিধা সহজ বিধায় এর চাহিদা রয়েছে।
এই লোন নিতে যে সকল তথ্য জানা প্রয়োজন-
১.আপনাকে বেতনভোগী চাকুরিজীবী হতে হবে।
২.এই লোন গ্রহণের বয়স সীমা ১৮-৫৫ বছর।
৩.সুদের হার ৯% ।
৪. পাঁচ বছরের মধ্যে এই লোন পরিশোধ করতে হয়।
৫. এটি প্রতিমাসে পরিশোধ যোগ্য।
৬. কোন রকম সিকিউরিটি ফী জমা দিতে হবে না।

উপরের আলোচনায় অগ্রণী ব্যাংক পারসোনাল লোন বা ব্যক্তিগত লোন সম্পর্কে লিখা হলো। যা আপনাকে লোন সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদান করবে।

মুক্তিযোদ্ধা লোনঃ

দেশের সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের জন্যে এই বিশেষ লোনের ব্যবস্থা করেছে অগ্রণী ব্যাংক। যোগ্য উত্তরাধিকারি হলে আপনি এই লোনের জন্যে যোগ্য। তবে যে সকল তথ্য জানা প্রয়োজন তা হলো-

১. এই লোন গ্রহণকারির সন্তান, স্ত্রী যে কেউ কোন না কোন চাকুরিতে সম্পৃক্ত থাকতে হবে।
২.সরকারি রেজিষ্ট্রেশন প্রাপ্ত মুক্তিযোদ্ধা হতে হবে।
৩.পাঁচ বছরের এই লোন শোধ করতে হয়৷
৪. সর্বোচ্চ ৫ লক্ষ টাকা অব্দি নেয়া যায়।
৫.প্রতিমাসে কিস্তি বাবদ পরিশোধকৃ নির্দিষ্ট পরিমাণ অর্থ মুক্তিযোদ্ধা ভাতা থেকে নেয়া হবে।

এই সকল শর্ত পূরণে সমর্থ থাকলে আপনি অগ্রণী ব্যাংক মুক্তিযোদ্ধা লোন গ্রহণ করতে পারবেন।

প্রবাসী লোনঃ

প্রবাসী বা রেমিট্যান্স যোদ্ধাদের বিশেষ প্রয়োজনে লোনের দরকার হলে তা অগ্রণী ব্যাংক প্রবাসী লোন সুবিধা থেকে নিতে পারে।
এই জন্যে যে সকল শর্ত পূরণ করতে হয় তা হলো-

১.এই লোন নেয়ার জন্যে বয়স হতে হবে ১৮-৪৫ বছর।
২.উক্ত লোনের জন্যে আপনার একটি বৈধ ভিসা থাকতে হবে।
৩.স্বাস্থ্য সার্টিফিকেট, বিদেশী এয়ারলাইন টিকেট, এবং একটি পাসপোর্ট।
৪. সর্বনিম্ন পঞ্চাশ হাজার হতে তিন লাখ টাকা অব্দি এই লোন নেয়া যায়।
৫.এই লোনে ৯% সুদের হার।
৬.এই লোন পরিশোধের সময় সীমা পনেরো থেকে আঠারো মাস।
৭. পার্সনাল গ্যারান্টি হিসেবে নিকটাত্মীয়দের কাউকে দিতে হয়।

গ্রীণ ফিন্যান্স লোনঃ

বিশেষায়িত পরিবেশ সংরক্ষণ কাজে যারা বিনিয়োগ করতে চায় তারা এই লোন গ্রহণ করতে পারে। অর্থাৎ আপনাকে এমন একটি প্রকল্পের জন্যে লোন নিতে হবে যা পরিবেশ বান্ধব যন্ত্রপাতি কিনতে সহযোগীতা করবে। এই লোন নিতে যা তথ্য জানা দরকার তা হলো-

১.পরিবেশ বান্ধব কাজে প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে।
২.এই লোন দিয়ে বায়োগ্যাস, বর্জ্য পরিশোধন যন্ত্র এবং
সৌর প্যানেল কিনতে হবে।
৩. অর্ধ বাৎসরিক কিংবা বাৎসরিক হিসেবে এই লোন পরিশোধ করা যায়।
৪.এই লোনের সুদের হার ৯%।

যে কোন কাজের লোনঃ

যে কোন কারণে ব্যাংক থেকে লোন নিতে তাইলে অগ্রণী ব্যাংক কে প্রাধান্য দেয়া যেতে পারে। অগ্রণী ব্যাংক থেকে যে কোন কাজের জন্যে লোন নিতে চাইলে যে সকল তথ্য জানা দরকার তা হলো-

১.সর্বোচ্চ তিন লক্ষ টাকা নেয়া যায় এই লোন।
২.সুদের হার হয় ৯% ও তা পরিবর্তন যোগ্য।
৩.সর্বোচ্চ ৫ বছরের পরিশোধ করতে হয়।
৪.যে কাজের জন্যে লোন নেয়া হচ্ছে সেটির সাথে কমপক্ষে ৫ বছরের সম্পৃক্ততা।
৫. গ্যারান্টার প্রয়োজন হবে এই লোন নিতে।

উপসংহারঃ

উপরোক্ত আলোচনায় আমরা অগ্রণী ব্যাংক এর লোন গুলো সম্পর্কে জানলাম। আশাকরি এসকল তথ্য আপনাকে লোন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দিবে। কোন ঘাটতি থাকলে তা ব্যাংক শাখায় সরাসরি গিয়ে জেনে নেয়াই উত্তম।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *