পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম | সবার আগে ফলাফল দেখুন

পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম | সবার আগে ফলাফল দেখুন

পরীক্ষার রেজাল্ট জানার মত একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেক শিক্ষার্থীদেরই জানা থাকে না। যার ফলে পরীক্ষার ফল প্রকাশের দিন শিক্ষার্থীরা নানা চাপে থাকেন।
তাই আজ আলোচনা করব পি এস সি,জে এস সি, জেডিসি,এস এস সি, দাখিল,এইচ এস সি, ও অর্নাসের পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম নিয়ে।  

পরীক্ষার রেজাল্ট এর ছবি
পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

PSC পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম-

পিএসসি রেজাল্ট ওয়েবসাইট থেকেই দেখতে পারবেন। এর জন্য আপনাকে নিচের লিংকের ওয়েবসাইট গুলো ভিজিট করতে হবে। এবং ছবিতে দেখানো তথ্য দিয়ে পূরণ করে রেজাল্ট দেখতে পারবেন৷ লিংকঃ

১.https://dperesult.teletalk.com.bd
২.http://180.211.137.51/

উপরের সাইট গুলোতে ঢুকলে তথ্য দিতে বলবে। সে অনুযায়ী পাশের সাল দিয়ে, স্টুডেন্ট আইডিতে প্রবেশপত্রে থাকা স্টুডেন্ট আইডিটি দিন সাবমিট করলে আপনার দেয়া তথ্য ঠিক থাকলে আপনার রেজাল্ট চলে আসবে।

অন্যান্য পরীক্ষার রেজাল্ট দেখার নিয়মঃ

প্রতিটি  শিক্ষাবোর্ডের নিজস্ব ওয়েবসাইট রয়েছে। এখানের লিংক থেকে আপনি ওয়েবসাইট ভিজিট করে পিএসসি ছাড়া এইচ এস সি পর্যন্ত সকল পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন।

ঢাকা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটঃ
https://dhakaeducationboard.gov.bd/

কুমিল্লা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটঃ
https://comillaboard.gov.bd/

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ওয়েবসাইটঃ
https://www.bise-ctg.gov.bd/

রাজশাহী শিক্ষাবোর্ডের ওয়েবসাইটঃ
https://rajshahieducationboard.gov.bd/

যশোর শিক্ষাবোর্ডের ওয়েবসাইটঃ
https://www.jessorboard.gov.bd/

বরিশাল শিক্ষাবোর্ডের ওয়েবসাইটঃ
https://www.barisalboard.gov.bd/

সিলেট শিক্ষাবোর্ডের ওয়েবসাইটঃ
https://sylhetboard.gov.bd/

দিনাজপুর শিক্ষাবোর্ডের ওয়েবসাইটঃ
https://dinajpureducationboard.gov.bd/

মাদ্রাসা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটঃ
https://www.bmeb.gov.bd/

কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটঃ
https://www.bteb.gov.bd/

উক্ত সাইট গুলোতে প্রবেশ করলে আপনার কাছে তথ্য চাইলে যেভাবে তা পূরণ করবেন-

Examination: এক্সামিনেশনে আপনি কোন পরীক্ষার পরীক্ষার্থী তা সিলেক্টে করুন। আপনি HSC,JSC,JDC ইত্যাদি যে পরীক্ষার রেজাল্ট জানতে চাচ্ছেন তা সিলেক্ট করুন।

Year: আপনার পরীক্ষার সাল এই অপশনে প্রদান করুন।

Board: যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তা এখানে সিলেক্ট করুন।

Roll: আপনার পরীক্ষার প্রবেশপত্র অনুযায়ী রোল লিখুন এখন।

Registration: পরীক্ষার প্রবেশপত্র অনুযায়ী এখানে আপনার রেজিষ্ট্রেশন নাম্বারটি লিখুন।

Captcha: রেজাল্টের ক্যাপচা ঘরে ছোট সহজ একটি অংক দেয়া হয়। অংকটি করে ফলাফল লিখুন।

Submit: সকল তথ্য নিখুত ভাবে পূরণের পর সাবমিট বাটনে ক্লিক করলে সব কিছু ঠিক থাকলে আপনি আপনার রেজাল্ট দেখতে পাবেন।

Reset: যদি কোন তথ্য ভুল করেন অথবা কোন কারণে রেজাল্ট শো না করে তবে রিসেট চাপলে তা আবার আগের মত হয়ে যাবে। সম্পূর্ণ তথ্য নতুন করে পূরণ করতে পারবেন৷

যদি কেউ নম্বর সহ রেজাল্ট দেখতে চায় তাহলে তাকে রেজাল্টের পরের দিন চেষ্টা করতে হবে। রেজাল্টের পেইজের নিচে সে অপশন পেয়ে যাবেন। বোর্ড পরীক্ষার রেজাল্ট দেয়া হয় দুপুর ১২টার পর। যা সচারাচর অনলাইনে দুপুর ২টায় পাওয়া যায়। সন্ধ্যা ৬টার পর নাম্বার সহ দেখা যায়। ৬টার পর বিষয় ভিত্তিক রেজাল্ট পাওয়া যায়। আর দুপুর ২টায় ওয়েবসাইট গুলো কেবল জিপিএ প্রকাশ করা হয়।

মেসেজ এর মাধ্যমে পরীক্ষার রেজাল্ট জানতে-

ওয়েবসাইট ছাড়াও মোবাইল ফোনে অফলাইনে পরীক্ষার রেজাল্ট জানা যায়।

পিএসসি(PSC) পরীক্ষার রেজাল্ট জানতেঃ

DPE <space> THANA/UPAZILA CODE NUMBER <space> ROLL <space> YEAR লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।

উদাহরণঃ  DPE 33 152025 2021

ইবতেদায়ী (EBT) রেজাল্টের জন্যঃ

EBT <space> THANA/UPAZILA CODE NUMBER <space> ROLL <space> YEAR লিখে পাঠাতে হবে ১৬২২২ নাম্বারে।

উদাহরণঃ EBT 33 152025 2021

JSC পরীক্ষার রেজাল্ট জানতেঃ

JSC <space> 1ST THREE LETTERS OF EDUCATION BOARD <space> ROLL <space> YEAR  লিখে পাঠাতে হবে ১৬২২২ নাম্বারে।

উদাহরণঃ JSC DHA 1622023  2021

JDC রেজাল্ট দেখার নিয়মঃ


JDC <space> 1ST THREE LETTERS OF EDUCATION BOARD <space> ROLL <space> YEAR  লিখে পাঠাতে হবে ১৬২২২ নাম্বারে। পরবর্তী মেসেজে পাবেন আপনার পরীক্ষার রেজাল্ট

উদাহরণঃ JDC MAD 16223 2021

SSC রেজাল্ট দেখার নিয়মঃ

SSC<space> 1ST THREE LETTERS OF EDUCATION BOARD <space> ROLL <space> YEAR  লিখে পাঠাতে হবে ১৬২২২ নাম্বারে। ফিরতি মেসেজে আপনি আপনার পরীক্ষার রেজাল্ট পাবেন।

যেমনঃ SSC DHA 16243 2021

দাখিল রেজাল্ট দেখার নিয়মঃ

DAKHIL <space> 1ST THREE LETTERS OF EDUCATION BOARD <space> ROLL <space> YEAR  লিখে পাঠাতে হবে ১৬২২২ নাম্বারে।ফিরতি মেসেজে আপনি আপনার পরীক্ষার রেজাল্ট পাবেন

যেমনঃ DAKHIL MAD 2021

এইচ এস সি (HSC) রেজাল্ট দেখার নিয়মঃ

HSC  <space> 1ST THREE LETTERS OF EDUCATION BOARD <space> ROLL <space> YEAR  লিখে পাঠাতে হবে ১৬২২২ নাম্বারে।

যেমনঃ HSC DHA 15334 2021

আলিম (ALIM) রেজাল্ট দেখার নিয়মঃ

ALIM <space> 1ST THREE LETTERS OF EDUCATION BOARD <space> ROLL <space> YEAR  লিখে পাঠাতে হবে ১৬২২২ নাম্বারে।

যেমনঃ ALIM MAD 123232 2021

কারিগরি বোর্ডের রেজাল্ট দেখার নিয়মঃ

কারিগরি বোর্ড  অন্যান্য বোর্ড থেকে আলাদা হলেও পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম একি রকমই প্রায়। আপনি চাইলে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পারেন। অথবা মেসেজের মাধ্যমে দেখতে পারেন। মেসেজের ক্ষেত্রে আপনি কোনটির পরীক্ষার্থী তা লিখুন। শুধু মাত্র বোর্ডের নামের প্রথম তিন অক্ষরের জায়গায় লিখুন tec.  যেমন কারিগরি থেকে JSC  রেজাল্ট দেখতে লিখুন JSC <space> tec <space> ROLL <space> YEAR তারপর পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।

অনার্সের রেজাল্ট দেখতেঃ

অনার্সের ১ম,২য়,৩য়,৪র্থ সকল বর্ষের ফাইনাল পরীক্ষার রেজাল্ট দেখতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবেঃ https://www.nu.ac.bd/ এই লিংকে।

ওয়েবসাইটে রেজাল্ট পেইজে আপনি তথ্য দেয়ার জন্য যে পাতা পাবেন তাতে তথ্য দিতে হবে। যেমন,

আপনার কোর্সের কোড বা নাম, রেজিস্ট্রেশন নাম্বার এবং ইয়ার। সকল তথ্য সঠিক ভাবে সাবমিট করলে আপনি আপনার পরীক্ষার রেজাল্ট পেয়ে যাবেন। এছাড়া এস এম এস এর মাধ্যমে রেজাল্ট জানতে মোবাইলের মেসেজ অপশন থেকে টাইপ করুনঃ
NU <space> H1/H2/H3/H4 <space> Roll/Registration Number লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।ফিরতি মেসেজে আপনি আপনার পরীক্ষার রেজাল্ট পাবেন এখানে H1/H2/H3 ইত্যাদি দিয়ে আপনার অনার্সের বর্ষ বুঝায়।

সকল বোর্ডের প্রথম তিনটি অক্ষর নিচে দেয়া হলোঃ

Dhaka Board= DHA
Comilla Board= COM
Barisal Board= BAR
Sylhet Board= SYL
Chittagong Board= CHI
Jeshore Board= JES
Rajshahi  Board= RAJ
Dinajpur Board= DIN
Madrasha Board= MAD
Technical Board= TEC

এছাড়া সকল বোর্ডের রেজাল্ট পেতে পারেন এখানেঃ

https://eboardresults.com

http://www.educationboardresults.gov.bd/

পরীক্ষ রেজাল্ট দেখার নিয়ম গুলো সহজ হলেও। সহজ বিষয় গুলো জানা না থাকায় অনেকেই হিমশিম খায়। তাই এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। আশা করি পোস্টটি আপনাদের কাজে লাগবে।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *